আজ : রবিবার ║ ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

স্বর্ণের বাজারে সুখবর: দাম কমেছে

দেশের বাজারে স্বর্ণের দাম সাম্প্রতিক সময়ে কিছুটা কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ যে মূল্য সমন্বয় করেছে, রোববার (১৭ আগস্ট) সেই দামেই স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে দেশের জুয়েলারি বাজারে।

গত ২৪ জুলাই রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমানোর ঘোষণা দেয়। এর ফলে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয় প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা।

আজকের স্বর্ণের নির্ধারিত দাম (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম অনুযায়ী)— ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকায়।

বাজুস জানিয়েছে, উপরের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং সংগঠন নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি বাধ্যতামূলকভাবে যোগ হবে। তবে গহনার মান, কারিগরি নকশা ও দোকানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কিছুটা সমন্বয় করা হয়েছে। আজকের (১৭ আগস্ট) বাজারে রুপার দাম নির্ধারিত হয়েছে এভাবে— ২২ ক্যারেট প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট রুপা ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট রুপা ২ হাজার ২৯৮ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।

২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৪৫ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ২৯ বার দাম বেড়েছে, আর ১৬ বার দাম কমেছে। এর আগে, ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর ২৭ বার কমানো হয়েছিল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ