আজ : শনিবার ║ ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে সফর, ১৪৪৭ হিজরি

দ্বীনকে বিজয় করার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা ছাড়া কোনো বিকল্প নেই -মোহাম্মদ উল্লাহ

দেশচিন্তা ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেছেন, দ্বীনকে বিজয় করার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা ছাড়া কোনো বিকল্প নেই। মহান আল্লাহ কুরআনে বলেছেন, ‘তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধর’। আমাদের শপথ গ্রহণ করতে হবে এবং নিজেকে ইসলামের রঙে রঙিন করতে হবে। তখনই জমিনে ইসলামের বিজয় নিশ্চিত করা সম্ভব।

১৫ আগষ্ট, শুক্রবার খুলশী থানা জামায়াতের কার্যালয়ে ওই থানা কর্তৃক আয়োজিত বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ উল্লাহ আরও বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী সবাইকে নিয়ে দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়। সমস্ত ইসলামী দলকে একই প্লাটফর্মে নিয়ে এই আয়োজন করতে চায়। শিক্ষার মাধ্যমে কর্মীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা জরুরি।

খুলশী থানা আমির অধ্যাপক আলমগীর ভূঁইয়ার সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আমান উল্লাহ আমানের সঞ্চালনায় বৈঠকে দারসুল কুরআন পেশ করেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জাকির হোসেন।

 

আরও উপস্থিত ছিলেন থানা সাংগঠনিক সম্পাদক মো. একরামুল হক, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড এমারতের আমির ওমর ফারুক, সেক্রেটারি মুহিবুল্লাহ চৌধুরী, ১৪ নম্বর লালখান বাজার পশ্চিমের ওয়ার্ড সভাপতি মো. শরীফ উদ্দিন প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ