
ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলা কচুয়াই ইউনিয়নের চক্রশালা গ্রামে পূরবী শীল(৩৫)নামের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মাহত্যা করে।
গৃহবধূর দেবর মীরাজ শীল জানান, ছাগল কিনতে ৩টায় আমি পটিয়া থানার হাটে যায়। হাটে আমার স্ত্রীর মোবাইলে জানতে পারি এই ঘটনা। গত ১৫ আগস্ট শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় রুম থেকে বের হতে না দেখায় আমার স্ত্রী রুমে ঢুকে দেখতে পায় যে সে গলায় ওড়না পেচিয়ে ফাঁস খায়।আমরা তাকে অচেতন অবস্থায়
দ্রুত পটিয়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সায়মুনা জান্নাত বলেন, হাসপাতালে আনার আগেই সে মারা যায়।
পটিয়া থানার এস আই কামরুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্হলে পৌঁছতে সক্ষম হই।আমরা পরির্দশন করি এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলি।ঘটনাটি আত্মহত্যা হলেও কিন্তু এখনো পুরাপুরি আত্মহত্যা বলতে পারবো না। যতক্ষণ না মেডিকেল রির্পোট পাবোনা।ময়নাতদন্তের জন্য আমরা চমেক হাসপাতালে পাঠানোর ব্যবস্হা চলছে।
উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা গ্রামের প্রবাসী বিরল শীলের স্ত্রী ২টি সন্তানের মা পুরবী শীল।তাদের ছোট্ট বাচ্চা গুলো মাকে হারিয়ে এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি হয়।