
দেশচিন্তা ডেস্ক: স্বৈরাচারের রোষানলের শিকার বারবার কারা নির্যাতিত জুলাই যোদ্ধা মানবিক চিকিৎসক ডাঃ ইকবাল হোসেন এর উপর বাকলিয়ার স্থানীয় বিএনপির চিহৃিত চাঁদাবাজ হারুন, হুমায়ুন, ফোরাকান ও অভি গং কর্তৃক বরবোরোচিত হত্যার উদ্দেশ্য হামলার প্রতিবাদ ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) চট্টগ্রামের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
এতে বক্তারা বলেন, চাঁদাবাজদের আগামি ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে। যার টসব চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে তাদের আগামি নির্বাচনে লালকার্ড দেখানো ও সামাজিকভাবে বয়কটের আহবান জানান।
অনুষ্ঠানে চট্টগ্রাম শাখার সভাপতি ডা. এটিএম রেজাউল করিমের সাভাপতিত্বে উপস্থিত ছিলেন চমেক শাখার সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. মাহমদুর রহমান, মহানগর সেক্রেটারি ডা ইরফান চৌধুরী, চট্টগ্রাম ৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ পদপ্রার্থী ডা: আবু নাসের, ডা রেজাউল করিম, ডা ইকবাল মাহমুদ, ডা: দিদারুল আলমসহ সর্বস্তরের চিকিৎসক সমাজ উপস্থিত ছিলেন।