
দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ইতিহাসে যুব সমাজ সবসময়ই নেতৃত্বের দায়িত্ব পালন করেছে। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর সময় যুবকদের সক্রিয় অংশগ্রহণ সম্প্রদায়ের স্থায়িত্ব ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যুব সমাজকে বেকার রেখে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়,
বুধবার (১৩ আগস্ট) বিকাল ৫টায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে দেওয়ানহাট ধনিয়ালা পাড়াস্থ বায়তুশ শরফ জামে মসজিদ গেইট হতে র্যালি শুরু হয়ে আগ্রাবাদ বাদামতল সিঙ্গাপুর মার্কেটের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ৫ আগস্ট স্বৈরাচার পতনে দেশের তরুণ যুবকেরাই অগ্রণী ভূমিকা পালন করেন। স্বাধীন বাংলাদেশ উপহার দিতে তারাই সর্বপ্রথম জীবন দিয়েছিল। তাই যুবকরাই নতুন বাংলাদেশের গড়ার কারিগর এবং রাষ্ট্রের উচিত তাদের যথাযথভাবে মূল্যায়ন করা। শুধু জুলাই আন্দোলন নয়, বাংলাদেশের মুক্তি আন্দোলন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে যুব সমাজ অগ্রদূত হিসেবে কাজ করেছে। তাদের সাহসিকতা, উদ্যোগ ও নেতৃত্ব দেশের প্রতি দায়বদ্ধতার পরিচায়ক। কাজেই যুব সমাজের শক্তি কাজে লাগিয়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব। তিনি জুলাই সনদের যথাযথ বাস্তবায়নসহ দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। যুবকদের জন্য সরকারকে কর্মসংস্থান, শিক্ষা ও নৈতিক দিকনির্দেশনার সুযোগ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভবিষ্যতে সরকার গঠনের সুযোগ পেলে যুবকদের পুনর্বাসন ও কর্মসংস্থানের মাধ্যমে দেশের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করবো।
উক্ত র্যালি এবং সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী সভাপতিত্ত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, মহানগরী জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম প্রমুখ।
র্যালি ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, নগর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, ফখরে জাহান সিরাজি সবুজ, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, সদরঘাট থানা আমীর এম এ গফুর, পাহাড়তলি থানা আমীর নুরুল আলম প্রমুখ।