আজ : বৃহস্পতিবার ║ ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে সফর, ১৪৪৭ হিজরি

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে নাগরিক সমাজের ভূমিকা ও করনীয়’ শীর্ষক আলোচনা সভা

দেশচিন্তা ডেস্ক: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে ‘মব ভায়োলেন্স সন্ত্রাস, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, সাংবাদিকদের উপর হামলা ও আইনশৃঙ্খলার চরম অবনতিতে নাগরিক সমাজের ভূমিকা ও করনীয়’ শীর্ষক আলোচনা সভা (১২ আগস্ট) মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর চেরাগী পাহাড়স্থ বৈঠক খানা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়।

সাংবাদিক আবছার উদ্দিন অলি’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন এর যুগ্ম মহাসচিব মতিউর রহমান সৌরভ, সিআরএস টিভির চেয়ারম্যান মোঃ সেলিম নুর, ইন্টান্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টাস ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোঃ আলী হোসেন, লেখক ও সমাজ কর্মী নেছার আহমেদ খান, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম উওর জেলার সাধারণ আওরঙ্গজেব খান সম্রাট, সাংবাদিক রোজী চৌধুরী, মানবাধিকার সংগঠক সালমা বেগম, মোরশেদ আলম, মোঃ শাহ আলম, নীলিমা বড়ুয়া প্রমুখ।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে দেশের যেভাবে মব সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, সাংবাদিক নির্যাতন ও বিভিন্ন স্থানে অজ্ঞাত লাশ পরছে তাতে দেশবাসী আতঙ্কিত। এ বিষয়ে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। দেশের শান্তি শৃঙ্খলার জন্য সন্ত্রাস দমনে আইন প্রয়োগকারী সংস্থার বিশেষ অভিযান জরুরী হয়ে পড়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ