আজ : বৃহস্পতিবার ║ ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে সফর, ১৪৪৭ হিজরি

চবি পদার্থবিদ্যা বিভাগে গবেষণা প্রকল্প উদ্বোধন

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে ‘Capability Enhancement of Research Laboratory for Computational Electromagnetics’ শীর্ষক গবেষণা প্রকল্প উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১:৩০টায়।

অনুষ্ঠানে ল্যাব উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ও ল্যাবের প্রধান ড. রেজাউল আজিম।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চবি পদার্থবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ ও ল্যাবের শিক্ষার্থীরা। পদার্থবিদ্যা বিভাগের ‘Research Laboratory for Computational Electromagnetics (RLCEM)’ ল্যাবের এ প্রকল্পে অর্থায়ন করেছে আন্তর্জাতিক সংস্থা The World Academy of Science (TWAS)।

উল্লেখ্য, এ ল্যাবে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা কম্পিউটেশনাল ইলেকট্রোম্যাগনেটিকস, অ্যান্টেনা ও মেটাম্যাটেরিয়াল ডিজাইনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ল্যাবের পূর্ববর্তী গবেষণা ও চলমান কাজের প্রদর্শনী হয়। বক্তারা ল্যাবটির গুরুত্ব তুলে ধরে বলেন, এটি গবেষণা ও উচ্চশিক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং কম্পিউটেশনাল ইলেকট্রোম্যাগনেটিকসের গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ