দেশচিন্তা নিউজ ডেস্ক:
সনাতনী সম্প্রদায়ের অন্যতম উৎসব শ্রীশ্রী শ্যামা পূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আজ ৬ অক্টোবর সারাদিনব্যাপী নগরীর বিভিন্ন ম-প প্রদক্ষিণ করে বিকেল ৪টায় ঐতিহ্যবাহী দেওয়ানেশ্বরী কালী মন্দিরে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা: দীপক কুমার চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর পূজা পরিষদের সভাপতি এড. চন্দন তালুকদার। উদ্বোধক ছিলেন পরিষদের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, যুগ্ম সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, সিনিয়র সদস্য পুলক খাস্তগীর, প্রদীপ শীল, রিপন রায় চৌধুরী, অমিত ঘোষ, তমাল শর্মা চৌধুরী, বিশ্বজিৎ মজুমদার জুয়েল, এড. উত্তম কুমার রায়, বিনোদ বিহারী মজুমদার, সুজন পাল, রতন চৌধুরী, ডা: বিপ্লব দাশ প্রমুখ। সভায় বক্তারা সবাইকে শ্যামা পূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ধর্ম। পরে প্রধান অতিথি এড. চন্দন তালুকদার গরিব ও দুস্থদের মাঝে শাড়ী বিতরণ করেন।