আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম সাতকানিয়া দক্ষিণ চরতী একতা সংঘের উদ্যোগে অলিম্পিক মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্ভোধন

সাতকানিয়া প্রতিনিধি:

সাতকানিয়া দক্ষিণ চরতী একতা সংঘের উদ্যোগে অলিম্পিক মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্ভোধনী অনুষ্ঠান স্থানীয় খেলার মাঠে প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সোহেল চৌধুরীর সভাপতিত্বে আজ ০৬ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। একাতা সংঘের প্রধান উদ্যোক্তা ও সাতকানিয়া ইপজেলা ছাএলীগ নেতা আদনান শহীদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের রেজিস্টার ও উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এ এফ এম আখতারুজ্জান কায়সার উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মোহাম্ম ইলিয়াস সওদাগর, বিশেষ অতিথি ছিলেন আমিলাইষ ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান এইচ এম হানিফ, সমাজ সেবক আমীর খসরু, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি নূর হোসেন, যুগ্ম সম্পাদক মৌলানা ইলিয়াস শাহীন, ওর্য়াড আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আমীন, উপজেলা যুবলীগ সদস্য গিয়াস উদ্দিন মিন্টু, আওয়ামীলীগ নেতা শাহনীর মিন্টু, যুবলীগ নেতা সাইফুল ইসলাম,সাঊেশ ইউপি সদস্য মোজাহেরুল হক কাদেরী, তাঁতীলীগ নেতা নূর মোহাম্মদ, সিদ্দিক হোসেন,মোহাম্মদ আলমগীর,ছাত্রলীগ নেতা মোহাম্মদ সাইফুদ্দিন, সাইফুদ্দিন খালেক,সমাজ সেবক এহসান আলী,মোহাম্মদ মনজুর,আবু সওদাগর,একতা সংঘের সসদ্য মাসুদুল ইসলাম, রিয়াজ উদ্দিন ,মোহাম্মদ এহসান, ফরহাদ, আরাফাত তৌহিদ, সালাউদ্দিন, সাহেদ, মোরশেদ,জায়েদ, মিজবা, রিয়াদ, সাইফুল, সাকিব, মিনহাজ, আবু তালেব প্রমূখ। উদ্ভোধনী খেলায় ফ্রেন্ডস এফ সি বান্দরবান দল বনাম আমিলাইষ ব্রার্দাস ফোরাম এর ফাইনাল খেলা অনুষ্টিত হয়। দুই দল হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইব্রেকারে ফ্রেন্ডস এফ সি বান্দরবান দল জয়ী হয়। খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করে রিয়াজ উদ্দিন এবং লাইনম্যান হিসেবে ছিলেন কায়েস উদ্দিন ও তৌহিদুল ইসলাম। প্রধান অতিথি চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, খেলাধুলা তরুন সমাজকে অপরাধ প্রবণতা থেকে রক্ষা করে। খেলাধুলা মাধ্যমে একটি দেশ বিশ্বের দরবারে সুপরিচিত অর্জন করতে সক্ষম হয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ক্রীড়াসহ সমগ্র উন্ন্য়ন সমূহ বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। তিনি তরুন সমাজকে স্বনির্ভর বাংলাদেশ গড়তে আরো বেশি বেশি সামাজিক ও উন্ন্য়নমূলক কাজ করার আহবান জানান।
প্রধান বক্তা বিজিসি ট্রাস ইউনিভার্সিটি রেজিস্টার আখতারুজ্জামান কায়সার বলেন বাংলাদেশ এখন তারুণ্যের দেশ, সুখী সমৃদ্ধশালী স্বর্নিভর বাংলাদেশ গড়ার জন্য তরুন সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ