আজ : বুধবার ║ ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

পটিয়ায় আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার হুলাইন আকবর পাড়ায় মালেক সওদাগর বাড়িতে আগুনে পুড়ে ৩ টি বসত ঘর ছাই হয়ে যায়।

পরিবার সুত্রে জানা যায়, নুরুল আবছার, নুরুল হাকিম ও নুরুল ইসলামের তিনটি বসতঘর সোমবার (১১ আগস্ট) দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়লে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।এতে নগদ টাকা, আসবাবপত্রসহ বসত ঘরের অন্যন্যা মালামাল পুড়ে নস্ট হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ইমরান হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পটিয়া ফায়ার সার্ভিস ইনচার্জ রাজেশ চক্রবর্তী জানান,আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের আনেন।এতে ৩টি বসতঘর পুড়ে যায়। ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো জানা যায়নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ