আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

বান্দরবান থানচি কলেজে ফ্যান বিতরন

থানচি (প্রতিনিধি) বান্দরবান:
বান্দরবানের থানচির একমাত্র কলেজ থানচি কলেজে ফ্যান বিতরন করা হয় । আজ ০৫ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১১টার সময় থানচি কলেজের শিক্ষক মিলায়তন রুমে ফ্যান গ্রহন করেন প্রবীন সাংবাদিক মংবোয়াচিং মার্মা (অনুপম) এর কাছ থেকে থানচি কলেজের অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা ।
এতে উপস্থিত ছিলেন লেখক শহিদুল ইসলাম,থানচি কলেজের ব্যাবস্থাপনা প্রভাষক আপ্রুমং মার্মা,রাষ্ট বি:বিভাগের আগষ্টিন ত্রিপুরা,যুক্তিবিদ্যা বিভাগের মিলি দাশ,হিসাব বি:বিভাগের শিক্ষক লিটন ত্রিপুরা , তথ্য ও যোগাযোগ বিভাগের শিক্ষক উথোয়াই ম্যা মার্মা, ইংরেজি বিভাগের শিক্ষক থংপ্রে ম্রো ।
ছাত্র-ছাত্রীদের মধ্যে ফ্যান গ্রহন করেন নিতিরানী ত্রিপুরা ও লুসাই খুমী ফ্যান পেয়ে নিজের অনুভুতির কথা বলতে গিয়ে বীর বাহাদুর ত্রিপুরা বলেন আমরা ক্লাসে তীব্র গরমের মধ্যে এতদিন ক্লাস করেছি আজ ফ্যান পেয়ে আমরা সবাই ধন্য । লেখক শহিদুল ইসলাম ছাত্র-ছাত্রীদের উদ্যেশ্যে বলেন শৃঙ্খলা আর শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করে তোমাদের এগিয়ে যেতে হবে লক্ষে পৌছাতে হবে ।
ফ্যান প্রদানকারী থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোয়াচিং মার্মা ছাত্র-ছাত্রী ও শিক্ষকদেরকে থানচি কলেজের জন্য ৪০টি ঢেউ টিন ও লাইন কানেকশন এর জন্য এক কোয়েল তার দেওয়ার কথা বলেন ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ