আজ : শুক্রবার ║ ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

শ্রমিক কল্যান ফেডারেশন সিএনজি অটোরিকশা সেক্টরের উদ্যেগে ইফতার সামগ্রী বিতরণ করছেন অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

দেশচিন্তা ডেস্ক : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সিএনজি অটোরিকশা সেক্টরের উদ্যাগে শ্রমিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সেক্টর সভাপতি বশির আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: হারুন হাওলাদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর অন্যতম উপদেষ্টা সমাজসেবক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরীর সহ-সাধারন সম্পাদক অধ্যক্ষ এম আসাদ।

 

এতে প্রধান অতিথি অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি আদর্শ ভিত্তিক সংগঠন এ সংগঠন শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি শ্রমিক মেহনতী মানুষের কল্যাণে ভুমিকা রাখে। এরই অংশ হিসেবে আজ ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

তিনি নির্যাতিত নিপিড়ীত মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তলে সমবেত হওয়ার আহবান জানান।

আরো উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মুহাম্মদ শাহিন, মোতালেব হোসেন, জাহাঙ্গীর মুহুরীসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ