
ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এ বছর ও ভোটারদের উপস্থিতিতে উৎসাহ উদ্দীপনার মাঝে জাকজমক ভাবে পটিয়া আইনজীবী সমিতির নির্বাচন ২৭ ফেব্রুয়ারী বার ভবনের সামনে দুপুর ১২টা হতে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। সভাপতি পদে আশীষ কুমার চৌধুরী ৯৯ভোট,নিকট তম প্রার্থী অরুণ কুমার মিত্র ৬৯ভোট পায়। অতিরিক্ত ৩০ভোট পেয়ে আশীষ কুমার চৌধুরী সভাপতি পদে নির্বাচিত হয়।
সাধারণ সম্পাদক পদে সুজন কান্তি দেব ৯২ভোট, তার নিকটতম প্রার্থী নুর মিয়া ৭৮ভোট পায়। অতিরিক্ত ১৪ভোট পেয়ে সুজন কান্তি দেব সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়। লুৎফর রহমান রুপু ১১১ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়। তার নিকটতম প্রার্থী শ্রীকান্ত চৌধুরী ৫৮ভোট পেয়ে পরাজিত হয়।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় যারা নির্বাচিত হলেন, সহ-সভাপতি পদে খুরশিদ আলম, অর্থ সম্পাদক পদে মো: রকুন উদ্দিন, পাঠাগার সম্পাদক পদে আরিফুর রহমান রিয়াদ, কার্য্যনির্বাহী সদস্য পদে সানি দাশ, প্রিয়তোশ দাশ,মোঃ আমজাদ হোসেন।
নির্বাচিত সভাপতি আশীষ কুমার চৌধুরী বলেন, চট্টগ্রামের ২য় বার হল পটিয়া বার। বর্তমান ও সাবেক সাধারন সম্পাদকদের নিয়ে আদালত ভবনের নির্মান কাজ যেন সুষ্ট সুন্দর ভাবে শেষ করতে পারি। প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট একেএম শাহজাহান উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মুনিরুজ জাহান মুন্নি ও এডভোকেট নাছরিন ফারুক মুনমুন নির্বাচনী দায়িত্ব পালন করেন।