আজ : বুধবার ║ ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটিয়ায় অপারেশন ডেবিল হান্ট অভিযানে আ,লীগ নেতা গ্রেপ্তার

ফারুকুর রহমান বিনজু, প্রতিনিধি (পটিয়া) চট্টগ্রাম : পটিয়ায় অপারেশন ডেবিল হান্টের সাড়াশি অভিযানের কার্যক্রম অব্যহত রয়েছে পটিয়া থানায়। উক্ত সাড়াশি অভিযানে পুলিশ ১৪ ফেব্রুয়ারী উপজেলার ধলঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঈশ্বরখাইন সেন পাড়া গ্রামের মৃত গোপাল দের পুত্র সুবালদে (৪৫)কে রাতে আটক করেন।সে উক্ত ওয়ার্ডের আ,লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

 

এছাড়াও পুলিশ গত সাপ্তাহে ১১ ফেব্রুয়ারী রাতে উপজেলার পূর্ব কোলাগাঁও ইউনিয়নে অভিযান চালিয়ে মফিজুর রহমানের ছেলে মো: মহিউদ্দিন(৩৫)কে গ্রেপ্তার করেন। সে কোলাগাঁও ইউনিয়নের যুবলীগের নেতা। একই রাতে জিরি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে ফরিদুল আলমকে(৩৬) গ্রেপ্তার করেন।সে উক্ত ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

 

গত ১২ ফেব্রুয়ারী উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল গ্রামে রাতে এক সাড়াশি অভিযান চালিয়ে ২নং ওয়ার্ডের মনির আহমদ চেয়ারম্যান বাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে আওয়ামী লীগের নেতা মাসুদ পারভেজ(৪১) কে গ্রেপ্তার করে পুলিশ। পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন এরা জুলাই গন অভ্যুর্থানের পরর্বতী হামলার মামলায় অভিযুক্ত আসামি,এদেরকে গ্রেফতার করে আদালতে সোর্পাদ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ