
ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ন ৯নং ওয়ার্ডের সিরাজ গাজী বাড়ির মুহাম্মদ মুছার স্ত্রী শিউলি বেগম (৪২) কিশোর গ্যাং নেতা ঘাতক আলভির ছুরিকাঘাতে প্রাণ হারান। ১৪ ডিসেম্বর শনিবার বিকালে ঘটনাটি ঘটে। একই এলাকার বাঁচা মিয়ার ছেলে আলভি(১৮)।শনিবার সকালে বাড়ির পাশে জমিতে ব্যাটমিন্টন খেলা নিয়ে দু পক্ষের বাকবিতন্ডায় আলভির ছোট ভাই খেলােয়াড় শামিমের মাথা ফেটে দেয়।
শামিমের মা শিউলি বেগম ছেলে শামিমকে হাসপাতালে চলে যায়। এ সুযোগে আলভি তার কিশোর গ্যাং দল নিয়ে শামিমের ঘরে ঢুকে মূল্যবান জিনিসপত্র ভাংচুর করেন।দীর্ঘদিন ধরে বিরোধ থাকা রান্নার চুলার চোংগা ভেঙে দেয়। সন্ধ্যা ৬টায় শামিমকে নিয়ে তার মা ঘরে ফিরলে আলভি কিশোর গ্যাং এর সদস্য নিয়ে তার মায়ের সাথে ঝগড়ার এক পর্যায়ে আলভির ছুরিকাঘাতে গুরুতর আহত হয় শামিমের মা শিউলি বেগম। রাত সাড়ে ৭টায় পটিয়া হাসপাতালে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, ছুরিকাঘাতে এক মহিলার মৃত্যুর খবর পেয়ে পুলিশ টিম হাসপাতালে যায়।আসামি পলাতক, মামলা দায়ের পর আসামিকে গ্রেফতারের অভিযান শুরু হবে।