
সাতকানিয়া সংবাদদাতা : সাতকানিয়া থানাধীণ ১নং চরতী ইউপিস্থ, তুলাতলী, ০৪নং ওয়ার্ড, সেনেরচর জনৈক ইয়াহিয়া আহমদের বেগুন ক্ষেতের মধ্যে পৌছামাত্র তুলতলীর বাসিন্দা মোঃ আকতার হোসেন ও তার বড় ভাই মাওলানা আহমদ হোছাইন (৪৮) এর উপর স্বৈরশাসক ছাত্রলীগের সন্ত্রাসী ও অস্ত্রসহ মামলা বিভিন্ন মামলার আসামি মোঃ জাহেদ উল্লাহ গ্যাংয়ের মোঃ ছৈয়দ, মোঃ জাহেদ উল্লাহ (২৭), কবির আহমদ (৬৫), ফয়েজ আহমদ (৬২) তৌহিদুল ইসলাম (২৬), জিল্লুর রহমান (২৪), মোঃ মিজান (২৬), মিলে হামলা চালিয়েছে।
এতে গুরুতর আহত হয়ে সাতকানিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে একজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। এখনো চমেক হাসাতালে ভর্তি রয়েছে মাওলানা আহমদ হোসাইন।
মৌরশী জায়গার বিষয় নিয়া পূর্ব হইতে দীর্ঘদিন বিরোধ চলিয়া আসিতেছিল বলে জানা যায়। কিন্তু
জাহেদ উল্লাহ আমাদের মৌরশী জায়গা জোর পূর্বক জবর দখল করার চেষ্টা করিলে আমরা বাধা দিলে অতীতে অনেক ঘটনার সূত্রপাত ঘটে। এই বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিকট বিচার দিলে তারা আমার পরিবারের সদস্যদের উপর চরম ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।
ঘটনা সুত্রপাত হয় ফজরের নামাজের পর জায়গার দিকে ঘুরতে দেখে সন্ত্রাসীরা লোকজন এসে পূর্ব বিরোধের বিষয় নিয়া ঝগড়া আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
এ বিষয়ে সাতকানিয়া থানায় মামলা হয় এতে হামলাকারী ছাড়াও অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করা হয়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খানকে অভিযোগের বিষয়ে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানান।