
মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া :
চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় কাভার্ড ভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মহাসড়কের মৌলভীর দোকানের দক্ষিণ পাশে পাঠানিপুল জাফর আহমদ চৌধুরী কলেজ গেইট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মাহফুজুর রহমান (২৯)। তিনি মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার মাদিয়াপাড়া গ্রামের মো: আব্দুল লতিফ শেখের ছেলে ও আবুল খায়ের ট্যোবাকো কোম্পানির সেলসম্যানে কর্মরত।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, কাভার্ড ভ্যানের চাপায় বাইক আরোহী নিহতের ঘটনায় দুর্ঘটনা কবলিত গাড়ির চালক পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
পড়েছেনঃ ১৯২