আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী কিশোর নিহত

সাতকানিয়ায় চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়ক

মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া:

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। নিহতের নাম মো. তানিম হোসেন (১৫)।

গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে ওবাইদিয়া সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিম উপজেলার ঢেমশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তর ঢেমশা কানুরমার বাড়ির কোরবান আলীর পুত্র। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে সাড়ে ৭টার দিকে কিশোর তানিম সাইকেল চালিয়ে ওবাইদিয়া সড়ক থেকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে উঠছিল। এ সময় কক্সবাজারমুখী পাথর বহনকারী ট্রাকের ধাক্কায় তানিম ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। আটককৃত চালক ফেনী সদরের কুরুচিয়ার মৃত মোহাম্মদ ইসমাইলের পুত্র আলমগীর হোসেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মো. এরফান জানান, কক্সবাজারমুখী একটি ট্রাকের ধাক্কায় সে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে। নিহত কিশোরের লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ