
ফটিকছড়ি উপজেলা ইউনিয়ন ও পৌরসভা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিনের জুলুম, দুর্নীতি ও অবিচারের অবসান ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগাতে হলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করার মাধ্যমেই নতুন বাংলাদেশ গঠন নিশ্চিত করা সম্ভব। যেখানে থাকবে আইনের শাসন, মানবিক মর্যাদা, ন্যায়বিচার এবং দুর্নীতিমুক্ত প্রশাসন। জনগণের ভোটের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।
মুহাম্মদ শাহজাহান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় জনগণের অধিকার ও কল্যাণের পক্ষে কাজ করে এসেছে। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। বরং আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারবে।
তিনি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে বলেন,আপনারা মাঠপর্যায়ে জনগণের কাছে গণভোটের গুরুত্ব তুলে ধরবেন। সত্য ও ন্যায়ের পক্ষে জনমত গড়ে তুলতে সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বারের সভাপতিত্বে উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি শওকত আলী
চট্টগ্রাম মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক খুররাম মুরাদ প্রমুখ।
এতে আরও বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা আমির নাজিম উদ্দীন ইমু, ভূজপুর থানা আমীর জাহাঙ্গীর আলম ছাত্রনেতা শহিদুল ইসলাম শাফি, জামায়াত নেতা এজহারুল ইসলাম, ইউসুফ বিন সিরাজ, মাওলানা জাহাঙ্গীর প্রমুখ।














