আজ : সোমবার ║ ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেল বার্সেলোনা

দেশচিন্তা ডেস্ক: টানা ১১ জয়ের পর এবার হারের তিক্ত স্বাদ পেল বার্সেলোনা। বল দখল আর আক্রমণে আধিপত্য দেখালেও গোলের সুযোগ কাজে লাগাতে না পারার খেসারত দিতে হলো কাতালানদের। অন্যদিকে, লড়াকু ফুটবল খেলে চমক দেখাল রিয়াল সোসিয়েদাদ।

রোববার (১৮ জানুয়ারি) দিনগত রাতে সোসিয়েদাদের মাঠে আতিথ্য নিয়েছিল বার্সেলোনা। লা লিগার এই ম্যাচে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ।

গত অক্টোবরে এল ক্ল্যাসিকোর পর এটিই লিগে বার্সার প্রথম হার। এই হারের পরও অবশ্য ২০ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে বার্সেলোনা। তবে এক ম্যাচ কম খেলে ৪৮ পয়েন্ট নিয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। আর ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের আটে উঠে এসেছে সোসিয়েদাদ।

ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। সপ্তম মিনিটে ফের্মিন লোপেসের গোল ফাউলের কারণে বাতিল হলে হতাশ হতে হয় বার্সালোনাকে। এরপর ২৭ মিনিটে লামিনে ইয়ামালের একটি গোল অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি।

একের পর এক আক্রমণ করেও গোল না পাওয়ার আক্ষেপে পোড়া বার্সাকে স্তব্ধ করে দেন মিকেল ওইয়ারসাবাল। ৩১ মিনিটে গেদেসের ক্রস থেকে ভলিতে দারুণ এক গোল করে সোসিয়েদাদকে এগিয়ে নেন তিনি।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। তবে ভাগ্য সহায় ছিল না তাদের। দানি ওলমোর দুটি শট পোস্টে লেগে ফিরে আসে। ৬৩ মিনিটে কোচ হান্সি ফ্লিক মাঠে নামান জোয়াও কান্সেলো, লেভানদোভস্কি ও মার্কাস রাশফোর্ডকে।

এই পরিবর্তনের সুফল মেলে ৭০ মিনিটে। লামিনে ইয়ামালের ক্রস থেকে হেডে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান রাশফোর্ড।

তবে বার্সার সেই স্বস্তি স্থায়ী হয়েছে মাত্র এক মিনিট। ৭১ মিনিটে সোসিয়েদাদের গেদেস গোল করে আবারও স্বাগতিকদের এগিয়ে নেন।

ম্যাচের ৮৮ মিনিটে সোসিয়েদাদের কার্লোস সোলের লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। যোগ করা সময়ের ৯ মিনিটেও বার্সার আক্রমণ রুখে দিয়ে জয় নিশ্চিত করেন সোসিয়েদাদ গোলরক্ষক আলেক্স রেমিরো।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ