
ফারুকুর রহমান বিনজু,
পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশের বিভিন্ন উপজেলায় সাংবাদিকগণ পেশাগত দায়িত্ব পালনের সময় হত্যা, নানান রকমের হয়রানি, নির্যাতনের শিকার হওয়ার প্রতিবাদে গতকাল বিকাল ৫টায় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
পটিয়া প্রেসক্লাবের উদ্যেগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর, পরিচালনায় সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা। সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়। দেশ ও জাতির কাছে সঠিক তথ্য তুলে ধরা সাংবাদিকের দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকগণ গুম, হত্যা, নানান হয়রানি নির্যাতনের শিকার হবেন, প্রেস ক্লাব ভাংচুর করবে আর সাংবাদিকগণ চুপ মেরে বসে থাকবে? তা আর হবে না। প্রেস ক্লাবে ভাংচুর করা মানে সাংবাদিকদের লেখনিশক্তি দূর্বল করা। এটা হামলাকারীদের ভুল ধারণা। ভাংচুর হামলা করে সাংবাদিকদের লেখনিশক্তি কিছুতেই দূর্বল করা যাবে না।সরকারকে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ তৈরি করতে আহবান জানান সাংবাদিকগণ। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন পটিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আবদুর রাজ্জাক, যুগ্মসম্পাদক সেলিম চৌধুরী, ভারপ্রাপ্ত অর্থসম্পদক আহমদ উল্লাহ, প্রচার সম্পাদক শফিউল আজম, দপ্তর সম্পাদক রবিউল আলম ছোটন, কার্যনির্বাহী সদস্য নূর হোসেন, আবেদুজ্জমান আমেরী, ফারুকুর রহমান বিনজু, সুজিত দত্ত, এস এম রহমান, শাহজাহান চৌধুরী, ওবায়দুল হক পিবলু, তাপস দে আকাশ, এস এম জুয়েল, কাউছার আলম, আবদুল্লাহ আল নোমান প্রমুখ। এতে সংহতি প্রকাশ করে বিভিন্ন পেশাজীবি মানুষ বক্তব্য রাখেন।