
সাতকানিয়া সংবাদদাতা : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ রসুলাবাদ ইসলামিয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসা থেকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় উপজেলার নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস হতে ক্রেষ্ট ও সনদ গ্রহণ করেন ফাজিল ১ম বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ রাকিবুল ইসলাম।
সে দাখিল ‘এ’ গ্রেড, আলীম শ্রেণীতে ‘এ প্লাস’ অর্জন করে সাতকানিয়া উপজেলার শ্রেষ্ঠ ছাত্র হিসেবে নির্বাচিত হন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ সেলিম উদ্দিন, সাতকানিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ, অধ্যক্ষ মাওলানা আহমদ রেজা নক্শবন্দীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কৃতিশিক্ষার্থীবৃন্দ।
মুহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী (মাদ্রাসা) নির্বাচিত হওয়ায় আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামীনের নিকট শোকরগুজার করছি। অতঃপর আমার বাবা-মা, সম্মানিত শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং সংশ্লিষ্ট সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।
বিশেষ করে প্রিন্সিপাল মহোদয়ের প্রতি; যিনি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আমি, আমার সকল শিক্ষক, বাবা-মা, পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের নিকট দোয়ার আরজি করছি। আমি যেন দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারি।