আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক ফেনীতে উদ্ধার

স্টাফ রিপোর্টার : ছয় দিন বয়সী এক নবজাতক চুরি হয়ে যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে ফেনীর পরশুরাম থেকে বাচ্চাটিকে উদ্ধার করেছে পুলিশ।

 

জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে কোনো সময়ে হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডের এনআইসিইউ থেকে বাচ্চাটি চুরি হয়।

 

চুরি যাওয়া নবজাতকটি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের নূর মোহাম্মদ সিকদার পাড়ার বাসিন্দা আবু মো. নোমানের মেয়ে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের এনআইসিইউর চুরি হয়ে যায় ওই নবজাতক।

 

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আসল ডকুমেন্টস দেখিয়ে নবজাতককে যিনি নিয়ে যায় তাকে শনাক্ত করে যোগাযোগ করলে তাদের কথাবার্তায় সন্দেহ হয়। পরে পুলিশ রাতেই ফেনীর পরশুরামে অভিযান চালিয়ে নবজাতককে উদ্ধার করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ