আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

পটিয়ায় প্রচারণার গাড়ি ও ক্যাম্প ভাঙচুর স্বতন্ত্র প্রার্থীর

ফারুকুর রহমান বিনজুপটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরীর প্রচারণার গাড়ি ও ক্যাম্প ভাঙচুর অভিযোগ পাওয়া গেছে। (২০ ডিসেম্বর) বুধবার বিকালে উপজেলার কাশিয়াশ ইউনিয়ন বুধপুরা বাজার শেয়ার পাড়া এলাকায় প্রচারণার গাড়ি ও ক্যাম্প ভাঙচুর করেছে দুবৃর্ক্তরা।

এর আগে গত সোমবার ও মঙ্গলবার দু’দিনে আরও বেশ কয়েকটি নির্বাচনী ক্যাম্প সহ গাড়ির ভাঙচুর সহ কয়েকজন আহত করার অভিযোগ পাওয়া গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে আওয়ামী লীগ নৌকা প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী, অপর দিকে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী সহ একাধিক প্রার্থীরাও মাটে প্রচারনায় রয়েছে। গাড়ি ও ক্যাম্প ভাঙচুর ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

হুইপ সামশুল হক চৌধুরীর প্রধান সমন্বয়ক নাজমুল করিম চৌধুরী সারুন বলেন, গত সোমবার বিকালে কর্মী-সমবেশে যাওয়ার পথে বাইপাস মোড় ও হাবিলাস দ্বীপ, পাঁচুরিয়া এলাকায় হুইপ সামশুল হক সমর্থকদের পিটিয়েছে নৌকার সমর্থকরা। গত সোমবার রাতে জিরি ফকিরা মসজিদ এলাকায় তাদের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে গত মঙ্গলবার সন্ধ্যায় শান্তিরহাট, কুসুমপুরা নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে ।

 

বাকখাইন এলাকায় তাদের একটি প্রচার গাড়ি ভাঙচুর করে। এ সময় প্রচার গাড়িতে থাকা চালককে মারধর করে । ভাটিখাইন ইউনিয়ন এলাকায় আওয়ামী লীগ নেতা ইব্রাহিমকে মারধর ও ছাত্রলীগ নেতা বিপুল শীলকে হুমকি দেয়া হয়। বিভিন্ন স্থানে ব্যানার ও পোস্টার ছিড়ে ফেলায়। এসব ঘটনায় তারা থানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করেছেন। নির্বাচনী অনুসন্ধান কমিটিকে জানানোর প্রক্রিয়া চলছে। থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

 

অন্যদিকে আওয়ামী লীগ নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলামের প্রধান সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগ নেতা প্রদীপ দাশ বলেন , স্বতন্ত্র প্রার্থীরা
পটিয়াকে উত্তপ্ত করছে। নৌকার প্রার্থীর পক্ষ থেকে এসব বিষয় এসপি, ডিআইজি ও ওসিকে জানানো হয়েছে । স্বতন্ত্র প্রার্থীর নৌকার বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছে। বঙ্গবন্ধু ও নৌকার প্রশ্নে আপোষ হতে পারে না। এরপরও এসব বিষয় নিয়ে যাতে পারস্পরিক ভুল বুঝাবুঝি না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।

 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নেজাম উদ্দীন বলেন, এ ঘটনার খবর পেয়ে একদল পুলিশ ঘটনার স্হলে গিয়ে পরিদর্শন করেছেন। স্বতন্ত্র প্রার্থীর একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্হা নেই হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বিষয়ে তদন্ত চলছে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ