আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম -১৫ আসনে প্রচারনায় মাঠে নেমেছেন প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া -সাতকানিয়া আংশিক) আসনে গতকাল সোমবার প্রতীক বরাদ্দ হওয়ার পরেই নির্বাচনী মাঠে নেমেছেন নেতা কর্মীরা।
আজ (১৯ ডিসেম্বর) মঙ্গলবার থেকেই পুরোদমে প্রচারণায় নেমেছেন প্রতীক প্রাপ্ত সকল প্রার্থীরা।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা মার্কা নিয়ে সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়ন থেকে প্রচারণা শুরু করেছেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভী।
নির্বাচনী প্রচারনায় তিনি লিফলেট বিতরণ করে জনগণের কাছে নৌকায় মার্কায় সমর্থনের চেষ্টা চালাচ্ছেন।
অন্যদিকে, সতন্ত্র প্রার্থী (ঈগল মার্কা) নিয়ে মাঠে নেমেছেন আবদুল মোতালেব সিআইপি।
তিনি উপজেলার চরতি, আমিলাইষ ইউনিয়ন থেকে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন।
আবদুল মোতালেব ঈগল মার্কা নিয়ে মানুষের কাছে ভোট প্রত্যাশা করে যাচ্ছেন। তিনি আমিলাইষ ইউনিয়নের সারওয়ার বাজারে ঈগল মার্কায় পথসভা করেছেন।
বাংলাদেশ কল্যাণ পার্টির মনোনীত প্রার্থী এম সোলাইমান কাশেমী ( ঘড়ি) মার্কার প্রচারনা মাঠে দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব দেখা গেছে।
তবে এখনো ব্যানার, ফেস্টুন, মাইকিং নিয়ে প্রচারনায় মাঠে দেখা যায়নি মোহাম্মদ ছালেম (জাতীয় পার্টি), আলী হোসাইন (ইসলামী ফ্রন্ট), মোহাম্মদ হারুন (ইসলামী ঐক্যজোট- আইওজে) এবং জসিম উদ্দিন (মুক্তিজোট) মনোনীত প্রার্থীদের।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ