আজ : শনিবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ফটিকছড়িতে ‘মাশরুম খেয়ে’ একই পরিবারের সাতজন অসুস্থ

ফটিকছড়ি সংবাদদাতা : চট্টগ্রমের ফটিকছড়িতে রান্না করা মাশরুম খেয়ে একই পরিবারের ৭ জন অসুস্থ হয়েছেন। (১৭ ডিসেম্বর) রোববার রাতে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার মুন্সি বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন- মুহাম্মদ ইয়াকুব (৫০), মোহাম্মদ ইউসুফ (৫০),বিবি হাজেরা (২০), মোহাম্মদ জিহাদ (১৭), মোহাম্মদ রিফাত (১৯), সনজু বেগম (৪২), মুহাম্মদ রিজোয়ান (২৪)।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীরা জানান, রাতের তরকারি হিসেবে রান্না করা হয় ওই ঘরে মাশরুম। সেই মাশরুম খেয়ে তারা সবাই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হলে প্রতিবেশীদের সহায়তায় হাসপাতালে এসে চিকিৎসা নেন। এ সময় তারা মানসিক ভারসাম্যহীন হয়ে অসংলগ্ন কথাবার্তাও বলেছেন বলে জানান তারা।

কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুদ্দিন সৌরভ বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা মাশরুম খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ