আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

জাতীয় পার্টির মহাসচিবের স্ত্রীর ফ্ল্যাটের প্রতি বর্গফুটের দাম ৯৫৩ টাকা

ঢাকা ব্যূরো : জাতীয় পার্টির মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থী মুজিবুল হকের স্ত্রীর রয়েছে ১৫ হাজার বর্গফুটের ফ্ল্যাট। এর ক্রয়মূল্য এক কোটি ৪২ লাখ ৮৭ হাজার ৮০৭ টাকা। এই হিসাবে তার ফ্ল্যাটের প্রতি বর্গফুটের দাম পড়েছে ৯৫৩ টাকার কম। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষর কাছ থেকে তিনি ফ্ল্যাট কিনেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুজিবুল হক তার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যে হলফনামা জমা দিয়েছেন, সেখানে এই তথ্য পাওয়া গেছে।
এদিকে মজিবুল হক তার স্ত্রীর কাছ থেকে একটি প্লট কিনছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। এ জন্য তিনি স্ত্রীকে ৬০ লাখ টাকা অগ্রিম দিয়েছেন। অবশ্য স্ত্রীকে এই অগ্রিম অর্থ প্রদানের বিষয়টি তিনি ২০১৮ সালের নির্বাচনের হলফনামায় উল্লেখ করেছেন। অর্থাৎ পাঁচ বছর আগে জমি কেনার জন্য অগ্রিম দিলেও এখনও রেজিস্ট্রেশন করেননি।
হলফনামার তথ্য অনুযায়ী, মজিবুল হকের নগদ অর্থ (ব্যাংকে গচ্ছিতসহ) ৩ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৭৮৩ টাকা। তার স্ত্রীর নগদ ১১ লাখ ৯৩ হাজার ২৯৪ টাকা। তার কাছে রয়েছে ২৩ হাজার ৭০৬ ডলার এবং তার স্ত্রীর কাছে আছে ২২ হাজার ৭২৮ ডলার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ