আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সাতকানিয়া পৌরসভায় ৬৩ কোটি ৭৮ লাখ টাকা বাজেট ঘোষণা

সাতকানিয়া সংবাদদাতাঃ

সাতকানিয়া পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।আজ মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে সাতকানিয়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের এ বাজেট ঘোষণা করেন। এ সময় তিনি সর্বমোট ৬৩ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ৭০১ টাকার বাজেট ঘোষণা করেন। 

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ৭ কোটি ১০ লাখ ৭৬ হাজার ২১৬ টাকা আয় এবং ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮ লাখ ৮০ হাজার  টাকা। উন্নয়ন খাতে সরকারি অনুদান বাবদ ১২ কোটি ১০ লাখ এবং বিবিধ প্রকল্প খাতে ৪৩ কোটি টাকা আয় ধরা হয়েছে। অবকাঠামো উন্নয়ন খাতে ৫৫ কোটি ৯৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। জেন্ডার বৈষম্য নিরসনে ১৪ লাখ, দারিদ্রতা নিরসনে ২১ লাখ, পৌর ভবনের জমি অধিগ্রহণে ১ কোটি, গরীব অসহায় ও দুস্থদের আর্থিক অনুদানে ৫ লাখ এবং বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ খাতে ২লাখ টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

১ কোটি ১ লাখ ৯৬ হাজার ২১৬ টাকা স্থিতি দেখানো হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, পৌর এলাকার আইনশৃঙ্খলার উন্নয়ন, রাস্তাঘাট, ড্রেনেজ, যানজট, শিক্ষা, সংস্কৃতি,  ক্রীড়া, লাইটিং,  সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা ও নগর অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে মেয়র বলেন, পৌরসভা এলাকায় যারাই মাদকের সাথে জড়িত থাকবে তাদের ছাড় দেওয়া হবে না। এ জন্য অভিভাবক ও সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা একরামুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্যানেল মেয়র এ কে এম মোর্শেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী গৌতম দাশ, হিসাবরক্ষণ কর্মকর্তা দেলাওয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা আইয়ুব চৌধুরী, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর,  শহর সমন্বয় কমিটি, ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ