আজ : বুধবার ║ ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ║১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ║ ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সীতাকুণ্ডে শেষ হয়েছে ৪ দিনের শিব চতুর্দশী মেলা

সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা আজ শেষ হয়েছে। ১৭ ফেব্রুয়ারী শুক্রবার শুরু হয়ে ২০ ফেব্রুয়ারী সোমবার পর্যন্ত চলা ৪দিনের
মেলার সার্বিক পরিস্হিতি নিয়ে ব্রিফিং দেয়ার লক্ষ্যে ব্রিফিং পূর্ব এক সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যা ৭টায় সীতাকুণ্ড মেলা কমিটির অস্হায়ী কার্যালয়ে সংগঠনটির সহ-সভাপতি শ্রী প্রেমতোষ দাশের সভাপতিত্বে ও অতিরিক্ত সাধারণ সম্পাদক দুলাল দে এর পরিচালনায় সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তৃতা করেন মেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল কান্তি শর্মা, সীতাকুণ্ড পৌরসভার কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সফিউল আলম চৌধুরী মুরাদ, মেলা কমিটির সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক সমীর কান্তি শর্মা, সীতাকুণ্ড সদর বাজার কমিটির সভাপতি রেজাউল করিম বাহার, অমৃত কুমার নাথ, অলক ভট্টাচার্য, পিন্টু ভট্টাচার্য, গৌতম অধিকারী, নান্টু পাল প্রমুখ।

এক ব্রিফিং এ সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল কান্তি শর্মা বলেন, কমপক্ষে ২০ লাখেরও বেশী সনাতনধর্মী মানুষ এবারের মেলায় তীর্থ করেছেন। সৃস্টিকর্তার কৃপায় কোন প্রকার অঘটন ব্যাতিরেকে অত্যন্ত সফল ও সুন্দরভাবে শিব চতুর্দশী মেলা সম্পন্ন হয়েছে। শিব চতুর্দশী মেলা সফল হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সংবাদকর্মীগণ, সীতাকুণ্ড পৌরসভা, সীতাকুণ্ড উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ-র‍্যাব- আনসার, স্বেচ্ছাসেবক বাহিনীসহ সর্বোস্তরের জনসাধারণকে কৃতজ্ঞতা জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ