আজ : বুধবার ║ ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ║১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ║ ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

করোনায় চট্টগ্রামে নতুন শনাক্ত ৭২ জন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৮ জন নগরের ও ১৪ জন হাটহাজারী উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৭০৫২ জন।

সোমবার (৩১ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান,  গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। তিনি জানান, গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩০ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৯ জনের ও উপজেলার ৮ জনের করোনা মিলেছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২০৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ১১ ও উপজেলার ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২১ ও উপজেলার ২ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৫৮ জনের নমুনার মধ্যে নগরের ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৯ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ২ জনের করোনা পাওয়া গেছে।

ইমপেরিয়াল হাসপাতালে ১১৭ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৪ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে। উল্লেখ্য, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭১ জন; এর মধ্যে ১৮৯ জন নগরের ও ৮২ জন উপজেলার বাসিন্দা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ