
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বৃহস্পতিবারের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা হয়েছে ১১৬৮৯ জনের। শনাক্তের হার ১৮.২০ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ২০.২৫ শতাংশ। কোভিডে মোট মারা গেছেন ৪২০৬ জন।
মৃতদের মধ্যে পুরুষ জন এবং নারী জন। হাসপাতালে মারা গেছেন জন এবং বাড়িতে মৃত্যু হয়েছে । তাদের মধ্যে ১০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন এবং ষাটোর্ধ্ব ২৫ জন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন ২২ জন, চট্টগ্রাম বিভাগের ১০ জন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের পাঁচজন, সিলেট বিভাগের একজন এবং রংপুর বিভাগের ছিলেন ছয়জন।
এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৩শত ৮৫ জনের। মোট শনাক্ত হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯২৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০২৭ জন, মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৮৬৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ৩৭ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৬ শতাংশ