
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া নগরে ৬৯ জন ও জেলার বিভিন্ন উপজেলার ১৯ জনসহ নমুনা পরীক্ষায় নতুন করে আরো ৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
২৯ আগস্ট শনিবার চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ছয়টি ল্যাবে ও কক্সবাজার মেডিকেল কলেজে ৮৫৬ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে নগরীতে ৬৯ জন ও জেলার বিভিন্ন উপজেলার ১৯ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৯৫৪ জন। সুস্থ হয়েছেন আরো ৯০ জনসহ ১২ হাজার ৪২২ জন।
এদিকে, ৮৫৬ জনের নমুনা পরীক্ষার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১২১টি নমুনা পরীক্ষা করে ২৫ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়। তার মধ্যে নগরের ১৮ জন ও জেলার বিভিন্ন উপজেলার সাতজনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় আরও ২২ জন। ২২ জনই নগরীর বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৬১টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এরমধ্যে ১৩ জন নগরের ও চারজন জেলা ও উপজেলার বাসিন্দা। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ১১০ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে নগরের তিনজন ও উপজেলার তিনজন বাসিন্দা।
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জনের নমুনা পরীক্ষায় দুইজনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১১৫টি নমুনা পরীক্ষা করে চারজন শনাক্ত হয়। চারজনই নগরের বাসিন্দা। শেভরনে ৩৭ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে নগরের নয়জন ও উপজেলার তিনজন বাসিন্দা। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার ১৯ জন শনাক্ত হয়েছে।
হল- লোহাগাড়া দুইজন, বাঁশখালী একজন, আনোয়ারা একজন, চন্দনাইশ একজন, বোয়ালখালী দুইজন, রাউজান তিনজন, হাটহাজারী ছয়জন, সীতাকুণ্ড একজন এবং সন্দ্বীপ দুইজন।