
বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটিতে সাতকানিয়া উপজেলার,ধর্মপুর ইউনিয়নের কৃতি সন্তান মোঃ রায়হান কে সহ-সম্পাদক নির্বাচিত করায়, চট্টগ্রাম -০৮ (চান্দগাঁও- বোয়ালখালী) নির্বাচনী এলাকার, মাননীয় সাংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন, নব নির্বাচিত সহ সম্পাদক মোঃরায়হান।কমিটির বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন,দীর্ঘ ২২ বছর পর চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়।এতে দীর্ঘ দিন ছাত্রলীগের সাথে রাজনীতির মাঠে সক্রিয় ছিলাম এবং দুর্বিষহ কঠোর পথ পাড়ি দিয়েছি,মিটিং করেছি,মিছিল করেছি,জামাত, শিবিরেরা যখন রাতের আঁধারে গাছ রাস্তায় ফেলে,দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের সময় যখন জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ করছে সবখানে,তখন রাজপথ পাহাড়া দিয়েছি।অনেক পরিশ্রম করেছি এবং যারা কঠোর পরিশ্রম করেছেন, তাদেরকে মূল্যায়ন করা হয়েছে।এতে কোন দ্বিমত পোষণ করার সুযোগ নেই। বাংলাদেশ ছাত্রলীগ একটি দক্ষিণ এশিয়ার ভ্রাতৃপ্রেমী ছাত্র সংগঠন, এটির সুনাম এশিয়া ব্যাপি ছড়িয়ে ছিটিয়ে আছে।এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া, সারা বাংলার ছাত্র সমাজের প্রাণের সংগঠন। মুজিব শত১০০ বর্ষের মধ্যে কেন্দ্র থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করায়,এটি পরম পাওয়া নয় বরং এটি চরম পাওয়া, ছাত্রলীগের নিবেদিত প্রাণদের জন্য।রাজনীতি মাঠে সক্রিয় থাকার জন্য, বিশেষ করে ত্যাগী ছাত্রলীগের ভাইদের জন্য এটা অনেক বড় অনুপ্রেরণা আর প্রাপ্তি। বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কে এবং যাদের দীর্ঘ প্রচেষ্টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি আলোর মুখ দেখেছেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন এবং সাধারণ সম্পাদক আবু তাহেরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।