
দেশচিন্তা ডেস্ক: মঙ্গলবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর ৩০ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম-১১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী মোহাম্মদ শফিউল আলম। গণসংযোগকালে তিনি এলাকার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট কামনা করেন।
গণসংযোগ কার্যক্রম সকাল থেকে দানেশ সওদাগর গলি থেকে শুরু হয়ে ইসলামিয়া কলেজ এলাকা, সাহেবপাড়া, নছুম এলাকা, কমিশনাল গলি, কামাল গেইট, শরীফ মসজিদ, নালাপাড়া ও স্টেশন কলোনীসহ বিভিন্ন অলিগলিতে সন্ধ্যা নাগাদ চলে।
এসময় শফিউল আলম বলেন, “দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ অবহেলা ও বৈষম্যের শিকার। জনগণের অধিকার ফিরিয়ে দিতে এবং একটি নিরাপদ, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গড়তে হলে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।”
গণসংযোগে ৩০ নং ওয়ার্ড জামায়াতের আমীর হারুনুর রশিদ দিদার, চট্টগ্রাম মহানগরী দক্ষিণ শিবিরের সভাপতি মাইমুনুল ইসলাম, সেক্রেটারি রাকিবুল ইসলামসহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।










