আজ : সোমবার ║ ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

চলাচলের পথ অবরুদ্ধ, মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের আকুতি

চট্টগ্রামের সাতকানিয়া

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের সাতকানিয়ায় শত বছরের পুরোনো  চলাচলের একমাত্র পথ বন্ধ করে দেওয়ায় ‘অবরুদ্ধ’ হয়ে পড়েছে কয়েকটি পরিবার। পথটি উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবারের নারী, শিশু ও বৃদ্ধরা।

রবিবার (২৫ জানুয়ারি) সকালে সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ঘাটিয়া পাড়া এলাকায় ‘আমরা ভুক্তভোগী পরিবারবর্গ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ বলেন, সরকারি অর্থায়নে সংস্কার করা শত বছরেরও বেশি পুরোনো ওই রাস্তাটি স্থানীয় একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে। ফলে ওই এলাকার বেশ কয়েকটি পরিবারের যাতায়াতের একমাত্র পথ বন্ধ হয়ে গেছে।

অবরুদ্ধ পরিবারের বাসিন্দা আব্দুল জব্বার বলেন, “চলাচলের পথ বন্ধ থাকায় আমাদের স্বাভাবিক জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আমরা কার্যত ঘরবন্দি অবস্থায় আছি।”

মানববন্ধনে অংশ নেওয়া মোহাম্মদ নুরুন্নবী ও রিনা আক্তার বলেন, পথ বন্ধ থাকায় সবচেয়ে বেশি কষ্টে আছে শিশুরা। তাদের বিদ্যালয়ে যাওয়া ব্যাহত হচ্ছে। এছাড়া পরিবারে কেউ অসুস্থ হলে তাকে সময়মতো হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে। প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় কাজেও পোহাতে হচ্ছে মারাত্মক ভোগান্তি।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে এই অমানবিক পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন এবং চলাচলের পথটি দ্রুত উন্মুক্ত করার জোর দাবি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ