আজ : রবিবার ║ ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড-২০২৬

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ২৩ জানুয়ারি সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মাদার তেরেসা অ্যাওয়ার্ড-২০২৬। মাদার তেরেসা ফাউন্ডেশের আয়োজনে ও বাংলাদেশ গ্রিন লিফ কালচারাল ফোরাম এর ব্যবস্থাপনায় আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানটি ছিল মানবিকতা, সমাজসেবা ও গুণীজনদের অবদানের স্বীকৃতিতে ভরপুর। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেত্রী রেনু রোজিনা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ চট্টগ্রামের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। মাদার তেরেসা ফাউন্ডেশন এর প্রধান পরিচালক লায়ন মতিউর রহমান সৌরভের সার্বিক পরিচালনায় ও কো-অর্ডিনেটর তসলিম হাসান হৃদয় ও যারিন সূবা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদার তেরেসা ফাউন্ডেশন এর পরিচালক এস এম সাহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী, দি পিপলস্ ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর, আমাদের আলোকিত সমাজের চেয়ারম্যান এ আর কামরুল ইসলাম, পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী, মানবিক পুলিশ হিসেবে পরিচিত মোঃ শওকত হোসেন পিপিএম, মিডিয়া ব্যক্তিত্ব কারু কৃষাণ, সাখাওয়াত হোসেন শুভ, শাহেদ চৌধুরী, পিবিআই ইন্সপেক্টর মর্জিনা আক্তার মর্জু, অধ্যক্ষ জয়নাল আবেদীন, লায়ন মোখলেছার রহমান প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদার তেরেসা ফাউন্ডেশনের পরিচালক ফরিদা আক্তার পুষ্প।

এছাড়াও বিভিন্ন ক্ষেত্রের বহু গুণীজন ও মানবিক ব্যক্তিত্ব অনুষ্ঠানে অংশ নেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। মানবিক ও সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন কিংবদন্তি অভিনেত্রী রোজিনা, সংগীতশিল্পী রবি চৌধুরী, সাংবাদিক জাহিদুল করিম কচি এবং রত্নগর্ভা মা সহ অন্যান্য গুনি ও মানবিক ব্যক্তিবর্গ। সম্মাননা ও সার্টিফিকেট প্রদানের পাশাপাশি আয়োজন করা হয় জনপ্রিয় কোরিওগ্রাফার আলমগীর হোসেন আলোর তত্ত্বাবধানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুভূতি প্রকাশ করতে গিয়ে রেনু রোজিনা বলেন, যে দেশে গুণীর কদর নেই, সেই দেশে গুণীর জন্ম হয় না। আজ এখানে এসে আমি সত্যিই আনন্দিত। গ্রীন লিফ ও মাদার তেরেসা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানাই, তারা গুণীজনকে সম্মানিত করার এই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে আমি আশা করি। প্রধান আলোচক সাংবাদিক জাহিদুল করিম কচি বলেন, আমাদেরকে সবসময় সমাজের ভালো কাজগুলোকে মূল্যায়ন করতে হবে। গুণীজন ও মানবিক মানুষের সম্মাননার এই আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে সে প্রত্যাশা জানিয়ে তিনি আরো বলেন, মানবিকতা ও সামাজিক মূল্যবোধকে সামনে রেখে আয়োজিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড-২০২৬ ছিল এক অনন্য ও অর্থবহ আয়োজন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ