
দেশচিন্তা ডেস্ক: গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর সিএমপি অফিসার্স ক্লাবে চট্টগ্রাম রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি’র নিয়মিত সভা অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট খন্দকার মোহাম্মদ এমাদাদুর রহমান ও জয়েন্ট সেক্রেটারি পলাশ বড়ুয়ার পরিচালনায় রোটারি ইনভোকেশন এবং ঢাকায় চীন মৈত্রী হলে ডিস্ট্রিক্ট -৬৪ ও ৬৫ এর কনফেরেন্সের অভিজ্ঞতার কথা তুলে ধরেন আইপিপি জাহেদ ইসলাম।
ক্লাবের নিয়মিত প্রজেক্ট এবং মানবিক আবেদনের বিবরণ তুলে ধরেন পিপি মুহাম্মদ সাজেদুল হক। পিপি এইচ এম ফেরদৌস রোটারি ইনভোকেশন পড়িয়ে মোহাম্মদ ইলিয়াস চৌধুরীকে রোটারি সদস্য করে নেন এবং রোটারি পিন পড়িয়ে দেন চ্যার্টার সেক্রেটারি পিপি আবু সুফিয়ান।নিয়মিত সভায় উপস্থিত ছিলেন পিপি ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান, পিপি ছাইফুল হুদা ছিদ্দিকী প্রমুখ।
পড়েছেনঃ ১৩









