আজ : রবিবার ║ ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম-১২(পটিয়া) আসনে ১০দলীয় নির্বাচনী ঐক্যের এলডিপির প্রার্থীকে জামায়াতের সমর্থন

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ১০দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এলডিপির প্রার্থী এম এয়াকুব আলীর ছাতা মার্কাকে সমর্থন দিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতের প্রার্থী ডা. ফরিদুল আলম।
আসনটির পরিচালক চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ’র সভাপতিত্বে শনিবার রাতে নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক জরুরি দায়িত্বশীল সমাবেশে এ ঘোষণা দেয়া হয়। ডা. ফরিদুল আলমের পক্ষে এ ঘোষণা দেন সমাবেশের প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী। দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি বলেন, জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের স্বার্থে চট্টগ্রাম-১২ আসনে এলডিপির প্রার্থীকে সমর্থন দিয়ে জামায়াতের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করছেন। তিনি আরো বলেন, এই সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়; এটি একটি বৃহত্তর রাজনৈতিক লক্ষ্যকে সামনে রেখে নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক, মাওলানা আরিফুর রশীদ, আ.ক.ম,ফরিদুল আলম, পটিয়া উপজেলা আমীর জসিম উদ্দিন, কালারপুল সাংগঠনিক থানা আমীর মাষ্টার নাছির উদ্দীন, পটিয়া পৌরসভার আমীর মাষ্টার সেলিম উদ্দীনসহ উপজেলা-পৌরসভা নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ