
দেশচিন্তা ডেস্ক: লা লিগায় সবশেষ তিন ম্যাচে কিলিয়ান এমবাপ্পে একটি করে গোল করেছিলেন। গতকাল করলেন জোড়া গোল। তাতে ভিয়ারিয়ালের বিপক্ষে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ।
ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারানো রিয়ালের ২১ ম্যাচে পয়েন্ট ৫১। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৪৯ পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে, ৪১ পয়েন্ট নিয়ে এরপরে অ্যাতলেটিকো মাদ্রিদ। চারে থাকা ভিয়ারিয়ালের পয়েন্টও ৪১।
ভিয়ারিয়ালের মাঠে ডেডলক ভাঙতে প্রথমার্ধ কেটে যায় রিয়ালের। বিরতি থেকে ফিরে এমবাপ্পে ৪৭ মিনিটে প্রথম গোলটি করেন। ভিয়ারিয়াল ডিফেন্ডার ভিনিসিউস জুনিয়রের আক্রমণ রুখে দিলে কাছ থেকে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড।
৬৩ মিনিটে ভিয়ারিয়াল গোল পেতে পারত। কিন্তু জেরার্ড মরেনোর শটে বল বারের ওপর দিয়ে যাওয়ায় বেঁচে যায় মাদ্রিদের ক্লাবটি। এরপর শক্ত প্রতিরোধ দেখিয়েছে আরবেলোয়ার শিষ্যরা। অধিকন্তু যোগ করা সময়ে একটি গোলও পায়। ভিয়ারিয়াল ৯২ মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে বক্সের ভেতর ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। এমবাপ্পেই সেই শট নেন এবং গোলও করেন।
লা লিগার চলতি মৌসুমে ২০ ম্যাচে এটা এমবাপ্পের ২১তম গোল। বলা বাহুল্য তিনি লিগের শীর্ষ গোলদাতা, দ্বিতীয় স্থানে থাকা ভেদাত মুরিকির সঙ্গে তার ব্যবধান ১৩ গোলের। এমবাপ্পে চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমেরও সর্বোচ্চ গোলদাতা, ৬ ম্যাচে করেছেন ১১ গোল। দ্বিতীয় স্থানে থাকা হ্যারি কেন করেছেন ৭টি। সব মিলিয়ে এই মৌসুমে এমবাপ্পের ২৮ ম্যাচে গোল ৩৪, অন্য দুটি কোপা দেল রেতে।















