আজ : রবিবার ║ ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

হলিউডে বেতন বৈষম্য নিয়ে মুখ খুললেন গেম অফ থ্রোনস তারকা

দেশচিন্তা ডেস্ক: ফ্যান্টাসি সিরিজ গেম অফ থ্রোনস-এ অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন এমিলিয়া ক্লার্ক। সম্প্রতি তার সর্বশেষ ধারাবাহিক পনিস-এ, যেখানে হ্যালি লু রিচার্ডসনও ছিলেন, ক্লার্ক জানান তিনি অন্য একজন নারীর সঙ্গে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে পেরে খুব খুশি।

ক্লার্ক বলেন, আমার আগের বেশিরভাগ প্রজেক্টের সঙ্গে তুলনা করলে এখানে কাজের ধরণ অনেক ভিন্ন। আমরা এই গল্পে শুধু দুইজন নারী, আর আমাদের মধ্যে একটা আবেগঘন বোনের সম্পর্ক আছে।

পর্দায় এমন সম্পর্ক খুব কম দেখানো হয়, তাই এটি আমার জন্য কাজ করার এক বড় কারণ।
অভিনয় ও খ্যাতি থাকা সত্ত্বেও ক্লার্ক বিশ্বাস করেন যে লিঙ্গ বৈষম্য এখনও রয়েছে। তিনি বলেন, এখনও বেতন বৈষম্য আছে। তবে পরিস্থিতি ধীরে ধীরে ভালো হচ্ছে।

এখন সমাজে নারীদের মানসিক শ্রম এবং তাদের কাজের গুরুত্ব স্বীকার করা হচ্ছে। তবে এখনও অনেক ক্ষেত্রে পুরনো চিন্তাভাবনা রয়ে গেছে।
গেম অফ থ্রোনসের মাধ্যমে প্রাপ্ত খ্যাতি নিয়ে তিনি বলেন, শুরুর দিকে মানুষ আমাকে চিনত উইগ পরে থাকা চেহারার জন্য, যা বাস্তব জীবনের চেহারার চেয়ে আলাদা ছিল। অনুষ্ঠানটি ফ্যান্টাসি হওয়ায় অনেকটা হ্যালোইনের পোশাকের মতো, তাই মানুষ যে প্রতিক্রিয়া দেখায় তা সরাসরি অভিনয়ের সঙ্গে সম্পর্কিত নয়।

শেষের দিকে খ্যাতি অনেকটা চাপের মতো হয়ে গিয়েছিল। আমি শুধু মানুষকে ভালোবাসি, আড্ডা দিতে চাই, কিন্তু কখনও কখনও খ্যাতি বাধা হয়ে দাঁড়ায়। তবে এখন গেম অফ থ্রোনস শেষ হওয়ায় খ্যাতি কমেছে, যা অনেকটা স্বস্তি দিয়েছে।
এমিলিয়া ক্লার্কের কথায়, কাজের আনন্দ ও অভিনয়ের নতুন অভিজ্ঞতা উপভোগ করাই তার প্রধান প্রেরণা।

সূত্র: ভ্যারাইটি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ