আজ : রবিবার ║ ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

ইরানে নতুন নেতৃত্বের সময় এসেছে : ট্রাম্প

দেশচিন্তা ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শাসনের অবসান ঘটানোর আহ্বান জানান। তিনি বলেছেন, ‘ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।’

শনিবার (১৭ জানুয়ারি) খামেনির বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন, যেখানে ইরানের বিক্ষোভে মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করা হয়েছে।

খামেনি ট্রাম্পকে একজন অপরাধী আখ্যা দিয়ে ইরানে ‘বিদ্রোহ উসকে দেওয়ার’ অভিযোগ তোলার পর, সর্বোচ্চ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্ট পড়ে ট্রাম্প এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ইরানের শাসকরা দেশ শাসনের জন্য দমন-পীড়ন ও সহিংসতার ওপর নির্ভর করে। একজন দেশের নেতা হিসেবে তিনি যা করেছেন, তা হলো দেশের সম্পূর্ণ ধ্বংস এবং নজিরবিহীন মাত্রায় সহিংসতার ব্যবহার।

তিনি বলেন, ‘দেশকে চালু রাখতে নেতৃত্বের উচিত নিজের দেশ সঠিকভাবে পরিচালনার দিকে মনোযোগ দেওয়া, যেমন আমি যুক্তরাষ্ট্রে করি, নিয়ন্ত্রণ ধরে রাখতে হাজার হাজার মানুষ হত্যা করা নয়।’

তিনি আরো বলেন, ‘নেতৃত্ব মানে সম্মান, ভয় আর মৃত্যুর মাধ্যমে শাসন নয়।

ট্রাম্প যোগ করেন, ‘এই মানুষটি একজন অসুস্থ মানুষ, যার উচিত তার দেশটি সঠিকভাবে পরিচালনা করা এবং মানুষ হত্যা বন্ধ করা। খারাপ নেতৃত্বের কারণে তার দেশটি পৃথিবীর সবচেয়ে বসবাসের অযোগ্য স্থান।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ