
দেশচিন্তা ডেস্ক: চন্দনাইশ উত্তর বরকল গাজী মল্ল জামে মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে মুরব্বীদের ইসালে সাওয়াব উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (দরূদ) মাহফিল ৯ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় গাজী মল্ল জামে মসজিদে আলহাজ্ব মুহাম্মদ সাঈদ ইবনে খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাহফিলে উদ্বোধক ছিলেন অধ্যক্ষ গাজী মুহাম্মদ ইকবাল তাহেরী। প্রধান ওয়ায়েজিন ছিলেন অধ্যক্ষ মুফতি আল্লামা সিরাজ উদ্দীন আলকাদেরী। বিশেষ ওয়ায়েজিন ছিলেন মাওলানা মুহাম্মদ আবু হানিফ। গাজী মুহাম্মদ মোসলেম খা, জিএম তৈয়ব আলীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জিএম শাহাদত হোসাইন মানিক। উপস্থিত ছিলেন-মাওলানা মুহাম্মদ রুহুল আমিন আলকাদেরী, মুহাম্মদ মনছফ আলী কন্ট্রাক্টর, মুহাম্মদ আবদুল মালেক হিরু, মুহাম্মদ আমির হোসেন চৌধুরী, জিএম লিয়াকত আলী, মাওলানা মুহাম্মদ মাহবুবুল আলম চৌধুরী, জিএম সিরাজুল ইসলাম, মুহাম্মদ রেজাউল করিম জুয়েল, জিএম বোরহান উদ্দীন, জিএম আহসান হাবিব, ইঞ্জিনিয়ার মুহাম্মদ কাইছার মিয়া, জিএম ফোরকান, জিএম আরিফ, মাওলানা মুহাম্মদ নঈম উদ্দীন, জিএম জোনায়েদ সাব্বির, ডা:কাইছার আলম, মুহাম্মদ ইসলাম মিয়া খোকন, আহমদ কবির, মুহাম্মদ সাইফুদ্দীন, জিএম তারেক, জিএম সিহাম, জিএম হৃদয়, জিএম তানভির, জিএম মুশফিক, জিএম রাসেল, জিএম আবরার, মুহাম্মদ ফরহাদ চৌধুরী, জিএম মঈনুদ্দীন মিটু প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, রাসুল (দরূদ) দুনিয়াতে শুভাগমন হওয়ার পর অন্ধকার দূরিভূত হয়েছে। সত্যের সন্ধান পেয়েছে। তাঁর আদর্শে সমাজ বিনির্মাণে মুুসলিম জগতকে ভূমিকা রাখতে হবে। মাহফিলে পবিত্র নবীজি হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিনের তাৎপর্য ও দরূদের ফজিলত সম্পর্কে আলোচনা করেন বিজ্ঞ ওলামায়ে কেরাম। এছাড়াও মসজিদ ও এলাকার প্রয়াত মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।


















