আজ : শুক্রবার ║ ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৩ই রজব, ১৪৪৭ হিজরি

আফগানিস্তানে তুষারপাত ও আকস্মিক বন্যায় ১৭ জনের মৃত্যু

দেশচিন্তা ডেস্ক: ভারি বৃষ্টিপাত এবং তুষারপাতের ফলে আফগানিস্তানে দীর্ঘ শুষ্ক আবহাওয়ার অবসান ঘটেছে, তবে বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ বন্যায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১১ জন।

হেরাত প্রদেশের গভর্নরের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাঈদী জানিয়েছেন, বৃহস্পতিবার (১ জানুয়ারি) হেরাত প্রদেশের কাবকান জেলায় ছাদ ধসে একই পরিবারের পাঁচজন সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই শিশুও রয়েছে।

আফগানিস্তান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএনডিএমএ) মুখপাত্র মোহাম্মদ ইউসুফ হাম্মাদ জানিয়েছেন, সোমবার থেকে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে বন্যা কবলিত জেলাগুলোতে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হয়েছে মধ্য, উত্তর, দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের দৈনন্দিন জীবনযাত্রাও।

হাম্মাদ বলেন, বন্যায় অবকাঠামোগত ক্ষতি হয়েছে, গবাদি পশু মারা গেছে এবং ১,৮০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে আগে থেকেই ঝুঁকিপূর্ণ শহুরে ও গ্রামীণ সম্প্রদায়ের পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে আফগানিস্তানের হেরাত-কান্দাহার মহাসড়কে দাশত-ই বাকওয়ার কাছে আকস্মিক বন্যার কারণে একটি ট্রাক উল্টে যেতে দেখা গেছে।

আরেক ভিডিওতে দেখা যায়, বন্যার তীব্র স্রোতে একটি বাস উল্টে যাওয়ার পর এর যাত্রীরা মরিয়া হয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছেন।

সূত্র: আল জাজিরা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ