আজ : শনিবার ║ ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৭ই রজব, ১৪৪৭ হিজরি

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান, যে বার্তা মির্জা ফখরুলের

দেশচিন্তা ডেস্ক: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান।

শনিবার (২৭ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মো. রাশেদ খান ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। আপনারা সবাই দলের পক্ষ থেকে রাশেদ খানকে সর্বাত্মক সহায়তা করবেন।’

এদিক দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে নির্বাচন করতে বিএনপিতে যোগ দিতে অনুমোদন দিয়েছে গণ অধিকার পরিষদ। দলীয় সিদ্ধান্ত অনুসারে, নির্বাচনী কৌশলের অংশ হিসেবে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন রাশেদ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে এ কথা জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘ফ্যাসিবাদের পতনের জন্য বিগত সরকারের বিরুদ্ধে আমরা একসঙ্গে আন্দোলন করেছি। ফ্যাসিবাদ পতন-পরবর্তী নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা রাষ্ট্র সংস্কার করব। সে জন্য আমরা যারা একসঙ্গে আন্দোলন করেছি, আমরা একসঙ্গে নির্বাচন ও আগামীতে একসঙ্গে জাতীয় সরকার গঠন করব।’

তিনি আরও বলেন, ‘যেহেতু আন্দোলন বিএনপির নেতৃত্বে ও তাদের সামগ্রিক সমন্বয়ের মাধ্যমে হয়েছে, আমরা আগামী দিনেও একসঙ্গে থাকতে চাই। বর্তমান আরপিওর বিধান অনুযায়ী জোট করলেও ভোট করতে হবে নিজেদের প্রতীকের মাধ্যমে। তবে স্বাভাবিকভাবে সব এলাকায় সব মার্কা নিয়ে জয়লাভ করা সম্ভব না।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ