আজ : রবিবার ║ ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১লা রজব, ১৪৪৭ হিজরি

বাঁকখালী নদীর মোহনায় ভেসে এলো যুবকের মরদেহ, মিলল পরিচয়

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের রামুর বাঁকখালী নদীর মোহনা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকার বাঁকখালী নদীর মোহনায় ভেসে আসা একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা, পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল্লাহ ভুট্টো বলেন, সকালে স্থানীয় লোকজন নদী তীরবর্তী সবজি ক্ষেতে কাজ করতে এলে মরদেহটি দেখতে পায়, পরে আমরা বিষয়টি পুলিশকে অবহিত করি। নদীর জোয়ারে হয়তো ভেসে এসেছে, মরদেহের পকেটে দুইটি মোবাইল ছিল যা পুলিশ হেফাজতে নিয়েছে।

প্রায় তিন ঘণ্টা পর বেলা ১১টার দিকে মরদেহের সঙ্গে উদ্ধার হওয়া মোবাইলে থাকা সীমের তথ্য পর্যালোচনা করে প্রাথমিক পরিচয় শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যানুযায়ী, নিহত যুবকের নাম মিনহাজ উদ্দিন তুষার (৩৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের বাসিন্দা ছৈয়দ নুরের পুত্র।

কি কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম ভুঁইয়া। তিনি বলেন, পুলিশ ও পিবিআইয়ের একটির টিম ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে, প্রাথমিক পরিচয় মিলেছে। কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে বলে জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ