আজ : রবিবার ║ ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১লা রজব, ১৪৪৭ হিজরি

অস্ত্রসহ চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী বুইশ্যা আটক

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শহীদুল ইসলাম বুইশ্যাকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-৭।

শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে তাকে অস্ত্রসহ আটক করে র‌্যাব। শহিদুল ইসলাম বুইশ্যার বিরুদ্ধে সিএমপিতে অস্ত্র, মাদক, সন্ত্রাসবিরোধী ১৯টি মামলা রয়েছে।

জানা গেছে, বুইশ্যাকে ধরতে গেলে তিনি র‌্যাব সদস্যদের উদ্দেশ্যে গুলি ছোড়েন।

তার হাতে পয়েন্ট ৯এমএম বোরের পিস্তল ছিল। কৌশলে তাকে আটক করে র‍্যাব। তাকে আটক করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাকে আটকের বিষয়ে আজ রবিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় র‌্যাব সংবাদ সম্মেলন করবে।

এর আগে গত ৯ অক্টোবর বুইশ্যাকে ধরতে তার আস্তানায় অভিযানে গিয়ে আস্তানা থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন সিএমপির সদস্যরা। পাশাপাশি জব্দের তালিকায় ছিল টাকা গণনা করার মেশিন। যা দিয়ে তার আদায় করা চাঁদা গণনা করা হতো বলে পুলিশকে জানায় তার সহযোগীরা। অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যা সেসময় পালিয়ে যেতে পারলেও তার অন্যতম সহযোগী মো. বেলাল (২৮), হৃদয় বড়ুয়া (৩০) ও মো. আজাদকে (২৩) গ্রেপ্তার করা হয়েছিল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ