আজ : শনিবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

দেশচিন্তা ডেস্ক: কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ বছরের প্রতিযোগিতায় কমনওয়েলথের ৫৪টি দেশের মোট ৫৩,৪৩৪ শিক্ষার্থী অংশগ্রহণ করে, যা আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণের নতুন মাইলফলক। বিশ্বের সবচেয়ে পুরানো ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অসাধারণ এ সাফল্য উদযাপন করেছে স্কুলটি।

প্রতিযোগিতায় গ্রেড-৯ -এর শিক্ষার্থী আনা তাসনুভা, গ্রেড-১০ -এর আরিশা আহমেদ রায়না এবং গ্রেড-১১ -এর মো: ফারজান আলি লেখার ক্ষেত্রে অনন্য প্রতিভার জন্য স্বর্ণ পদক জিতে নেয়। অন্যদিকে, রৌপ্য পদক অর্জন করেছে গ্রেড ৬ -এর উমাইযা শামস ও গ্রেড ৯ -এর কাজী আফসান রওনাক আনান। আর ব্রোঞ্জ পদক জিতে নেয় গ্রেড ৭-এর শিক্ষার্থী আনজার সাইফান এবং মো: ফাইজান আলি।

শিক্ষার্থীদের এই সাফল্য যেমন তাদের কঠোর পরিশ্রমের ফল, তেমনি স্কুলের অঙ্গীকারেরও প্রমাণ। শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করতে, ভাবনার প্রকাশে ও নেতৃত্বদানে সক্ষম করে তুলতে নিবেদিতভাবে কাজ করছে স্কুল কর্তৃপক্ষ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ