আজ : সোমবার ║ ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এবার সাধারণ মানুষ দাড়িপাল্লার পক্ষে নেমেছে — অধ্যক্ষ হেলালী

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, এবার সাধারণ মানুষ দাড়িপাল্লার পক্ষে নেমেছে, তাই বিজয়কে ঠেকিয়ে রাখার শক্তি কারও নেই। তিনি আরও বলেন, প্রান্তিক ও শ্রমজীবী মানুষের এমন স্বতঃস্ফূর্ত সমর্থন অতীতের কোনো নির্বাচনে দেখা যায়নি, যা পরিবর্তনের প্রতি জনগণের দৃঢ় প্রত্যয়কে স্পষ্টভাবে তুলে ধরছে।

আজ সকালে চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাহাড়তলী বাজারে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তিনি এসব কথা বলেন। স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে তিনি তাদের মতামত শোনেন এবং আগামীর বাংলাদেশ গঠনে জনগণের ভূমিকা আরও শক্তিশালী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

পাহাড়তলী থানা জামায়াতের আমীর নুরুল আলমের সভাপতিত্বে আয়োজিত এ গণসংযোগে আরও উপস্থিত ছিলেন আসনের ডিজিটাল ক্যাম্পেইন লিড ইমরান সিকদার, পাহাড়তলী থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য শহীদুল্লাহ, ইন্জিয়ার মুমিনুল ইসলাম, পাহাড়তলী বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল হাশেম। ওয়ার্ড কর্মপরিষদ সদস্য তাজুল ইসলাম, গিয়াস উদ্দিন হাওলাদার
ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন,সংগীতশিল্পী ইমদাদ বাচ্চু, হেলাল উদ্দিন, আজিজ উদ্দিন, ইরফান উল্লাহ, মাওলানা ইউসুফ, মোহাম্মদ আলী, নুরুন্নবীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।

বক্তারা বলেন, প্রচলিত রাজনৈতিক অস্থিরতা ও দুর্ব্যবস্থার বিরুদ্ধে জনগণের প্রতিরোধ গড়ে উঠেছে এবং সেই প্রতিরোধের প্রতিফলনই দাড়িপাল্লার প্রতি জনগণের বেড়ে ওঠা আস্থা। তারা আশা প্রকাশ করেন, গণআন্দোলন ও ভোটের শক্তিতে আগামী দিনে একটি সুশাসিত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ