আজ : সোমবার ║ ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

প্রায় দুই দশক পর রিয়ালের মাঠে সেল্টার জয়

দেশচিন্তা ডেস্ক: সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার (৭ ডিসেম্বর) রাতে লা লিগার ম্যাচে সেল্টা ভিগোর কাছে ২-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। ২০০৬ সালের পর এই প্রথম রিয়ালের মাঠে জিতল তারা। আর ২০১৪ সালের মে মাসের পর প্রথমবার লা লিগায় রিয়ালকে হারাতে পারল সেল্টা।

বল দখলে এগিয়ে থাকলেও গোলের দেখা পাচ্ছিল না রিয়াল। ম্যাচের ২৪তম মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিতাও। প্রথমার্ধের বাকি সময়ে দুই-একটা শট করে রিয়াল, তবে সেল্টার গোলকিপারের কল্যাণে বেঁচে যায়।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় সফরকারী সেল্টা। ৫৩তম মিনিটে গোল করে সেল্টাকে এগিয়ে দেন উইলিয়ট সুইডবার্গ। ৬৪তম মিনিটে আরেকটি ধাক্কা খায় রিয়াল। দুই মিনিটে দুই হলুদ কার্ড দেখার ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রান গার্সিয়া।

ম্যাচের বাকি সময়ে বেশকিছু আক্রমণ করে স্বাগতিক রিয়াল। তবে গোলের দেখা পাচ্ছিল না তারা। যোগ করা সময়ের প্রথম মিনিটে ভিলিয়তকে ফাউল করে হলুদ কার্ড দেখেন আলভারো ক্যারেরাস। রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে কয়েক সেকেন্ড পর লাল কার্ড দেখেন এই ডিফেন্ডার।

আর পরের মিনিটেই ব্যবধান বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে সেল্টা। ইয়াগো আসপাসের পাস বক্সে ফাঁকায় পেয়ে গোলরক্ষককে কাটিয়ে জালে পাঠান সেই সুইডবার্গ। লা লিগায় সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে পেরেছে রিয়াল মাদ্রিদ।

১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ