আজ : বুধবার ║ ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

‘কোটা বৈষম্যের’ প্রতিবাদে রাঙ্গামাটিতে ৪৮ ঘণ্টার হরতালের ডাক

দেশচিন্তা ডেস্ক: রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে ‘কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজ’।

বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় রাঙ্গামাটির বনরূপা এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত দু’দিনের সর্বাত্মক হরতালের ঘোষণা দেয় সংগঠনটি।

এসময় সংগঠনটির পক্ষে বক্তব্য দেন শিক্ষার্থী ইব্রাহিম রুবেল, রাকিব হাসান ও নুরুল আলম।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে আসছি। কিন্তু রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃপক্ষ কোনো সমাধান দেয়নি। তাই আমরা হরতালের কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।

তারা আরও বলেন, প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো কোটার উল্লেখ নেই এবং শূন্যপদের সংখ্যাও পরিষ্কার করা হয়নি। সরকার নির্ধারিত ৭ শতাংশ কোটা বিধান উপেক্ষা করে পরিষদ কর্তৃপক্ষ ৭০ শতাংশ উপজাতি ও ৩০ শতাংশ বাঙালি কোটা ধরে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে, যা বৈষম্যমূলক। বক্তারা দাবি করেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে; কোটা প্রথার নামে বৈষম্য তারা মেনে নেবেন না।

হরতাল চলাকালীন রাঙ্গামাটি জেলা শহরের সব সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে আহ্বান জানানো হয়েছে।

তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও ওষুধের দোকানসহ জরুরি সেবা হরতালের আওতার বাইরে থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ